Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পরিবার পরিকল্পনা
বিস্তারিত

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থাননিকরাইল  ইউনিয়নে  । এই সেবা কেন্দ্রটি নিকরাইল  ইউনিয়নের জনসাধারণেরচিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। অফিস ভবনটি পাকা ববন । উক্তভবনে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করেথাকেণ। সেবা নিন ভাল থাকুন।

ছবি
label.column.field_office_cism

সেবার ধরণ

সেবা প্রাপ্তির স্থান

সেবা প্রদানকারী

সেবা প্রদানের সময়সীমা

মা ও শিশুসেবা(বিনামূল্যেপ্রদত্তসেবা)ঃ

১। গর্ভবতী সেবা।

২. প্রসব সেবা।

৩. গর্ভোত্তর সেবা।

৪. এম আর সেবা।

৫. নবজাতকের সেবা।

৬. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।

৭. প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা।

৮. ইপিআই সেবা।

৮. ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাই ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)ঃ

১. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।

২. খাবার বড়ি।

৩. জন্মনিরোধক ইনজেকশন।

৪. আইইউডি/কপারটি।

৫. ইমপ্লান্ট।

৬. ভ্যাসেকটমী।

৭. এনএসবি(পুরুষদের স্থায়ী পদ্ধতি।

৮. লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি)।

৯. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা।         

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

৫-৮ ক্র:নং- এর সেবা এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

সরকার নির্ধারিত মূল্য সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবাঃ

১. ইসিপি- ০৮ টাকা প্রতি ডোজ।

২. কনডম প্রতি ডজন ১.২০ টাকা (এক টাকা বিশ পয়সা)

 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নবর্ণিত সুবিধা দিয়ে থাকেঃ

১. আইইউডি/ কপারটি গ্রহীতার ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৮০+৮০+৮০) টাকা রেফারকারী পাবে ৫০/= টাকা।

২. ইমপ্লান্টের ক্ষেত্রে পদ্ধতি গ্রহনের সময় ১৫০/= টাকা (৩টি ফলোআপের জন্য ৭০+৭০+৭০) টাকা রেফারকারী পাবে ৬০/= টাকা।

৩. স্থায়ী পদ্ধতি পুরষের ক্ষেত্রে ২০০০/= টাকা ও একটি লুঙ্গি এবংরেফারকারীর জন্য ৩০০/= টাকা। ৪. স্থায়ী পদ্ধতি মহিলাদের ক্ষেত্রে ২০০০/=টাকা ও একটি শাড়ি এবং রেফারকারীর জন্য ৩০০/= টাকা

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাইট ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

ক্লায়েন্টের বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

অন্যান্য সেবাঃ

১. সাধারণ রোগীর সেবা।

২. বয়:সন্ধীকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা।

৩. স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষামূলক সেবা ও পরামর্শ প্রদান।

এমসিএইচ ইউনিট/সদর ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্।

পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

 

 

 

স্বল্পতম সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যান পরিদর্শিকা,

 

স্যাটেলাই ক্লিনিক

পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী

কমিউনিটি ক্লিনিক

পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি

 

বাড়িতে

পরিবার কল্যাণ সহকারী

প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রেপ্রেরণ(রেফার)

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

 

স্বল্পতম সময়ে

 

বাড়ী বাড়ী/ স্যাটেলাইট ক্লিনিকে গিয়ে মা ও শিশুস্বাস্থ্যবিষয়ে পরোমর্শ প্রদান এবং পরিবার পরিকল্পনাসেবা ও পরামর্শ (বিনামূল্যেব্যবস্থা প্রদান)

 

পরিবার কল্যাণ সহকারী

পরিবার কল্যাণ পরিদর্শিকা,

 

স্বল্পতম সময়ে

 

সিটিজেন চার্টার

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং

আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন

করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।

* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়

*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়

* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য

সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে

* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে

কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

* সেবা গ্রহীতার কর্তৃব্য-

সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে

যোগাযোগ

নিকরাইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন

মাটিকাটা, ভূঞাপুর, টাঙ্গাইল ।