কালের স্বাক্ষী বহনকারী ধলেম্শ্বরী/ যমুনা নদীর তীরে গড়ে উঠা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নিকরাইল ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ নিকরাইল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম –৬নং নিকরাইল ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০৪৫৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি ।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি,
মাদ্রাসা- ৪টি।
কলেজ- ১ টি ।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মুহাম্মদ আব্দুল মতিন সরকার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১। জাহাজ মারার স্থান ২। যমুনা সেতু/ আনন্দ পার্ক-রিসোর্ট, হাউজিং।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০১২ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। সারপলশিয়া- ২। পাথাইলকান্দী- ৩। খাসবিয়ারাপলশিয়া ৪। চর বাইনতাইনপলশিয়া-
৫। নিকরাইল- ৬। সিরাজকান্দী- ৭। পুর্নবাসন- ৮। নলছিয়া- ৯। বেলুয়া- ১০। হাউলভাঙ্গা-
১১। পাচগাছি- ১২। কোনাবাড়ী- ১৩। গোপলগঞ্জ- ১৪। মাটিকাটা- ১৫। পলশিয়া মাটিকাটা-
১৬। কৃষ্ণপুর- ১৭।পাটিতাপাড়া- ১৮। বাহাদুর টুকনা- ১৯। দোভায়া ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস